![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জনপ্রিয়তা ফুটবল মাঠের মত ফেইসবুকেও । তা প্রমান হলো আবার। বৃহস্পতিবার মেসির ফেইসবুক পেইজে ভক্ত সাত কোটি পেরিয়ে গেছে।
বিশ্বকাপের মাঠে পিছিয়ে থাকলেও ফেইসবুক ঠিকই এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৯ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ভক্ত নিয়ে ক্রীড়াবিদ হিসেবে ফেইসবুকে তাঁর অবস্থান প্রথম। আর দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসি।
আরও পড়ুন: ফেইসবুক ফ্যানে শাকিরার গিনেজ রেকর্ড
তবে ফেইসবুকে সবচেয়ে বেশি ভক্তের মালিক বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের প্রেমিকা ‘ওয়াকা ওয়াকা’ গান খ্যাত পপ গায়িকা শাকিরা। তার ফেইসবুক পেইজে ভক্তের (ফ্যান) সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। যা শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির ইতিহাসে রেকর্ড।
বর্তমানে ফেসবুকে মেসির ভক্তসংখ্যা ছিল ৭ কোটি ৪ লাখ ৩৪ হাজারের বেশি। বিপুল ভক্ত পাওয়ার খুশি তিনি। তাই ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে লিখেছেন, ‘সাত কোটি মানুষের প্রত্যেককে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই অবিশ্বাস্য সমর্থনের জন্য। প্রত্যেকের জন্য আমার উষ্ণ আলিঙ্গনও রইল।’
তুসিন আহমেদ
আরও পড়ুন:
নিউজ ফিডের স্প্যাম বিদায় করবে ফেইসবুক
ফেইসবুকের বিরুদ্ধে মামলায় জোট বাধল ৬০ হাজার
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি