![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদ উপলক্ষে ভিভোর নানা উপহারের ক্যাম্পেইন চলবে শনিবার পর্যন্ত।
বাংলাদেশে সম্প্রতি চালু হওয়া ভিভো অফিসিয়াল ই-স্টোর থেকে ভিভো স্মার্টফোন কিনে ক্রেতারা পাচ্ছেন বিশেষ উপহার এবং রয়েছে দারুন সব অফার।
ক্যাম্পেইন সময়ে ভিভো স্মার্টফোন কিনলেই ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত উপহার। টিডব্লিউএস ব্লুটুথ ইয়ারফোন, ভিভো বিশেষ ব্যাগ-প্যাক থেকে শুরু করে ভিভো ছাতাসহ চমৎকার উপহার। অফিসিয়াল ই-স্টোর থেকে স্মার্টফোন কিনলে ভিভো নিশ্চয়তা দিচ্ছে ফ্রি ইএমই সুবিধাও। আরও সুযোগ রয়েছে ফোরজি ইন্টারনেট বান্ডেলজুড়ে নেভিগেট করার সুযোগ।
এছাড়া ক্রেতারা তাদের যেকোনো পুরোনো ব্র্যান্ড স্মার্টফোন ফেরত দিয়ে ব্র্যান্ড নিউ স্মার্টফোন পাচ্ছেন।
ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন জানান, ক্রেতাদের সেবা, চাহিদা এবং প্রত্যাশা বিবেচনায় ভিভো নতুন নতুন স্মার্টফোন উদ্ভাবন করছে প্রতিনিয়ত। ভিভোর ই-স্টোর থেকে যেন সবাই সুবিধা নিতে পারেন সে জন্য চেষ্টা করছে ভিভো।
আরও পড়ুন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি