কে হবেন ওয়ারেন বাফেটের উত্তরসূরী?

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভবিষ্যতে বার্কশায়ার হ্যাথাওয়ের হাল কে ধরবেন, এই জল্পনা-কল্পনার ইতি টানলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম ধনকুবের ওয়ারেন বাফেট (৯০)।

আমেরিকার বহুজাতিক সমন্বিত বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটের পরবর্তী প্রধান নির্বাহীর নাম ঘোষণা করেছেন বাফেট। বর্তমানে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা গ্রেগ আবেলই হচ্ছেন বাফেটের উত্তরসূরী।

তবে এটা ঠিক যে, এখনই দায়িত্ব ছাড়ছেন না ৯০ বছর বয়সী বাফেট। এ ব্যাপারে এক সাক্ষাৎকারে সিএনবিসিকে বাফেট বলেন, ‘আজ যদি আমার কিছু হয়ে যায়, গ্রেগই হবেন সেই ব্যক্তি, যিনি কাল (আমার অবর্তমানে) দায়িত্ব নেবেন। পরিচালকরাও এ ব্যাপারে একমত।’

Techshohor Youtube

প্রতিষ্ঠানটিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্বে গ্রেগ আবেল ছাড়াও আছেন চার্লি মুঙ্গার ও অজিত জৈন। বয়োজ্যেষ্ঠতার বিচারে অজিত জৈনকে (৭০) অনেকে বাফেটের উত্তরসূরী হিসেবে ধারণা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কানাডিয়ান বংশোদ্ভূত ৫৮ বছর বয়সী আবেলের নামই ঘোষণা করা হলো।

বার্কশায়ার হ্যাথাওয়ের জ্বালানি সংশ্লিষ্ট বিভাগকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গ্রেগ আবেল। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী এই প্রতিষ্ঠানটি বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ মার্কিন জ্বালানি সরবরাহকারী।

বার্কশায়ার হ্যাথাওয়ের অধীনে বর্তমানে ৬০টির মতো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তাছাড়া অ্যাপল, কোকাকোলা, আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অব আমেরিকাসহ বড় বড় বেশ কিছু প্রতিষ্ঠানেরও অংশিদারিত্ব রয়েছে।

সূত্র : ইন্টারনেট/টিআর/মে ৪/২০২১/১৭২০

আরও পড়ুন

বাফেটকে এতো ভরসা করেন গেটস!

অ্যাপলে বাফেট যাদু!

ইয়াহু কেনার পেছনে বাফেট

*

*