![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বামী-স্ত্রী হিসেবে আর একসঙ্গে থাকতে মন টানছে না-
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যের বিচ্ছেদের ঘোষণা টুইট করে এভাবেই দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা ।
সোমবার দিবাগত রাতে এই টুইট করেন বিল গেটস ।
এমন টুইটের পর সোশ্যাল মিডিয়াগুলোতে দুনিয়াজুড়ে মানুষ যে প্রতিক্রিয়া দেখান, তাতে বিল গেটস ও মেলিন্ডার ডিভোর্স হতে পারে এমনটা কেউ বিশ্বাসই করতে চাইছে না !
মেলিন্ডা ১৯৮০’র দশকে মাইক্রোসফটে যোগদান করেন। এরপর পর বিল গেটসের সঙ্গে পরিচয় ও পরিণয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে।
কে না জানে বিশ্বকে বদলে দেয়া এক জুটি বিল গেটস-মেলিন্ডা। বিশ্বের অন্যতম ধনী হিসেবে পরিচিত মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা স্ত্রীর সঙ্গে গড়ে তোলেন দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ । বিশ্বব্যাপী এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এই ফাউন্ডেশন। ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ৫ হাজার কোটি ডলারের বেশি দান করেছেন।
এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে শত শত কোটি ডলার সহায়তা করে চলেছেন ।
আরও পড়ুন
কী ছিল বিল গেটসের প্রথম ভিজিটিং কার্ডে?
বিল গেটস : নারীর হাতে অর্থের নিয়ন্ত্রণ থাকা জরুরি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি