Techno Header Top and Before feature image

ই-কমার্স প্লাটফর্ম খুলছে ভিভো

Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিজেদের পণ্য সরাসরি নিজেরা অনলাইনে বিক্রি করতে ই-কমার্স প্লাটফর্ম ই-স্টোর চালু করতে যাচ্ছে ভিভো।

এখন অন্যান্য ই-কমার্স প্লাটফর্মগুলোতে ভিভোর স্মার্টফোন পাওয়া গেলেও তখন ভিভোর নিজেদের অনলাইন প্লাটফর্মে তা পাওয়া যাবে।

ভিভো জানায়, করোনার কারণে দেশে অনলাইন কেনাকাটা অনেক বেড়েছে। ক্রেতারা ক্রমেই ই-কমার্স এবং অনলাইন শপিংয়ের দিকে  ঝুঁকছেন। তাই ভিভো তাদের লেটেস্ট উদ্ভাবিত উন্নত স্মার্টফোনগুলো সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এই ই-স্টোর খোলার ঘোষণা দিয়েছে।

২০১৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে ভিভো । যাত্রা শুরুর পর থেকে ভি, ওয়াই, এস এবং সর্বশেষ এক্স সিরিজের মত অনেক উদ্ভাবনী এবং উন্নত স্মার্টফোন বাজারে এনেছে ।

ভিভো বাংলাদেশের এমডি ডিউক বলেন, এশিয়ায় দ্রততম বিকশিত বাজারগুলির মধ্যে একটি বাংলাদেশ। স্থানীয় ক্রেতাদের উন্নতমানের পণ্য সরবরাহের  জন্য ভিভো এখন ভিভোর ই-স্টোর খোলার অপেক্ষায় রয়েছে।

*

*

আরও পড়ুন