Techno Header Top and Before feature image

ডিসকাউন্টে ভিভোর ভি ও ওয়াই সিরিজের তিন ফোন

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিভোর ভিভো ভি২০, ওয়াই২০ ও ওয়াই১২এস স্মার্টফোনে ডিসকাউন্ট এসেছে।

ডিস্কাউন্টের পর স্মার্টফোনগুলো যথাক্রমে ২৯ হাজার ৯৯০ টাকা, ১৩ হাজার ৯৯০ টাকা এবং ১১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

এর আগে হ্যান্ডসেটগুলোর দাম ছিলো যথাক্রমে ৩২ হাজার ৯৯০ টাকা, ১৪ হাজার ৯৯০ টাকা এবং ১২ হাজার ৯৯০ টাকা।

ভিভো বাংলাদেশের এমডি ডিউক বলেন, করোনা প্রকোপ বেড়ে যাবার পর স্মার্টফোনগুলো সবার কাছে সহজলভ্য করে তুলতে গ্রাহকদের পাশে থাকতে চায় ভিভো।

ব্যান্ডটি জানায়, ভিভো ওয়াই২০ ও ওয়াই১২এস-এ ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ভিভো ওয়াই২০’তে রয়েছে ৪ গিগাবাইট (জিবি) র‌্যাম এবং ৬৪ জিবির রম । স্মার্টফোনটির সামনে ৮ এমপির একটি ও পেছনে ১৩, ২ ও ২ এমপির তিনটি রিয়ার ক্যামেরা আছে।

অন্যদিকে ভিভো ওয়াই১২এস’এ রয়েছে ৩ জিবির র‌্যাম ও ৩২ জিবির রম। এই স্মার্টফোনে ৮ এমপির ফ্রন্ট ক্যামেরার সাথে দুটি রিয়ার ক্যামেরা আছে।

ভিভো ভি২০ এ আছে ৮জিবির র‌্যাম ও ১২৮ জিবি’র রম। ৪০০০ এমএএইচ ব্যাটারির সাথে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ। ভিভো ভি২০ এর সামনে ৪৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরা আছে তিনটি।

এডি/২০২১/এপ্রিল১৪

*

*

আরও পড়ুন