vivo Y16 Project

বাজারে আসছে ওয়ালটনের তৈরি মেডট্রনিক্সের ভেন্টিলেটর

ওয়ালটনের কারখানায় তৈরি ভেন্টিলেটর। ছবি : সৌজন্যে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বখ্যাত মেডিকেল যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেডট্রনিক্সের ভেন্টিলেটর বাণিজ্যিকভাবে বাজারে আসছে।

ওয়ালটনের কারিগরি সহযোগিতায় দেশে তৈরি এ ভেন্টিলেটর ২০২০ সালে করোনার প্রকোপের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে ছিলো।

ট্র্যায়াল শেষে এ ভেন্টিলেটরের বাণিজ্যিক উৎপাদনে এখন ওয়ালটন। মঙ্গলবার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

Techshohor Youtube

প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ১০০টি ভেন্টিলেটর তৈরি রেখেছে। যেগুলোর প্রতিটির দাম ৭ লাখ টাকা হবে বলে বলছে নির্মাতারা। এগুলো এখন কেনা যাবে।

এর আগে ২০২০ সালে তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে বিশ্বমানের এই পিবি ৫৬০ মডেলের স্পেসিফিকেশনে এই ‘ডব্লিউপিবি ৫৬০ ভেন্টিলেটর’ তৈরি করা হয়। তখন সেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে পাঠানো হয়। 

যদিও সে সময় ওয়ালটন  মেডট্রনিক্সের মডেল ছাড়াও নিজেদের উদ্ভাবনে আর দুটি মডেলের ভেন্টিলেটর তৈরি করেছে। ওয়ালটনের নিজস্ব উদ্ভাবনে তৈরি ভেন্টিলেটরের নাম ‘ওয়ালটন কোভিড বিল্ড ভেন্টিলেটর ২০২০’ বা ডব্লিউসিভি-২০ এবং ডব্লিউএবি-২০’।

এডি/২০২১/এপ্রিল১২

আরও পড়ুন

ভেন্টিলেটর তৈরি, যাবে ক্লিনিক্যাল ট্রায়ালে : পলক

কম খরচ, সহজে তৈরির ওপেন সোর্স ভেন্টিলেটর আনল ইরান

ভেন্টিলেটর বানানোর উদ্যোগে তথ্যপ্রযুক্তি বিভাগ, মিলেছে বিশ্বখ্যাত কোম্পানির পেটেন্ট

*

*

আরও পড়ুন

vivo Y16 Project