সফটওয়্যার খাতকে জরুরি সেবা হিসেবে চায় বেসিস

software

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনার বিধিনিষেধের মধ্যে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সফটওয়্যার খাতকে জরুরি সেবা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

ইতোমধ্যে সংগঠনটি তথ্যপ্রযুক্তি প্রযুক্তি বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবের কাছে লিখিত আবেদন জানিয়েছে।

বেসিসের আবেদন বিবেচনার সুপারিশ করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

Techshohor Youtube

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর টেকশহর ডটকমকে জানান, ডিজিটাল বাংলাদেশের সব কিছুই এখন প্রযুক্তি ও সফটওয়্যার নির্ভর। তাই সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এ খাতের প্রতিষ্ঠানসমূহকে জরুরি পরিষেবা বিবেচনায় খোলা রাখা ও এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবলের অনুমতি দেয়া প্রয়োজন।

বেসিস সভাপতি বলছেন, এই সময়ে স্বাস্থ্যসেবাসহ সরকারি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, আইটিএস, বিপিও, আইএসপি প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখা, ব্যাংকিং সেবা, অন্যান্য অফিসিয়াল কার্যক্রম পরিচালনাসহ সকল প্রকার জনগুরুত্বপূর্ণ পরিষেবার ডিজিটাল মাধ্যমে সফটওয়্যার সাপোর্ট খুব জরুরি। তাই এসব জরুরি সেবায় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সফটওয়্যার খাতের কার্যক্রম চলমান রাখার গুরুত্ব রয়েছে।

‘এছাড়া ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে যেসব প্রতিষ্ঠান এসব সেবা আউটসোর্স হিসেবে দিয়ে থাকেন তাদের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বিপদকালীন সময়ে প্রতিষ্ঠানগুলো কাজ হারানোর মতো ঝুঁকিতে পড়তে পারে’ বলছিলেন তিনি।

আলমাস কবীর বলেন, তারা সবরকম সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনার নিয়শ্চয়তা দিচ্ছেন।

এডি/২০২১/এপ্রিল১০

*

*

আরও পড়ুন