Techno Header Top and Before feature image

পথে পথে উবার-পাঠাও বাইক চালকদের বিক্ষোভ

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীর বিভিন্ন স্থানে উবার-পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং সেবার মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করেছেন।

করোনাভাইরাসের প্রকোপে ‘লকডাউনের’ মধ্যে বন্ধ রয়েছে মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবা। এতে আয়ের পথ বন্ধ হওয়ায় তারা বিক্ষোভে নেমেছেন। চালকরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছেন।

বুধবার দুপুরে মিরপুর, মগবাজার, খিলক্ষেত, জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন চালকরা। এ সময় কিছু সময়ের জন্য সড়কও অবরোধ করেছিলেন তারা।

বেলা ১টার দিকে মগবাজারে বিক্ষোভ শুরু হলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওখান হতে সড়ে গিয়ে সাতরাস্তা মোড়ে কিছুক্ষণ অবস্থান করে লাভ রোডের দিকে ঢুকে যায় তারা।

ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা কিছুক্ষণ সড়কে ছিলো। এরপর তাদের সরিয়ে দেয়া হয়েছে।

এর আগেও ১ এপ্রিল মোটরসাইকেল চালকেরা রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, প্রেসক্লাবের সামনের সড়ক, আগারগাঁও, শাহবাগ এবং বাড্ডায় বিক্ষোভ করেছে।

৩১ মার্চ দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সেবা বন্ধের নির্দেশনা দেয় সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে, সরকারের দেয়া ১৮টি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

এডি/২০২১/এপ্রিল০৭

*

*

আরও পড়ুন