![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ল্যাপটপের চার্জিং কর্ড পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি নিমার্তা প্রতিষ্ঠান এইচপি। চার্জিং কর্ড অতিরিক্ত গরম হয়ে ল্যাপটপের আগুন ধরে যাওয়ার আশঙ্কা থেকেই এগুলো পরিবর্তন করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১০ সাল থেকে ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিক্রি হওয়া এইচপি ও কমপ্যাক্ট নোটবুকগুলোর চার্জিং কর্ডে ক্রটি রয়েছে। তাই বিশ্বব্যাপি ৬০ লাখ চার্জিং কর্ড পরিবর্তন করে দেবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: এইচপির নতুন পিসি বাজারে
ইতিমধ্যে এইচপির এই কর্ড গরম হয়ের ল্যাপটপের আগুর ধরার ঘটনা ঘটেছে ২৯ বার এবং ১৩ বার আগুন লেগে অনেক ব্যবহারকারীর ঘর পুড়ে নষ্ট হয়েছে। তাই পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা রোধে চার্জ কর্ড পরিবর্তন করা হবে।
এইচপি ব্যবহারকারীদের চার্জিং কর্ড পরীক্ষার জন্য অনলাইনে একটি টুলস চালু করা হয়েছে। ব্যবহারকারীরা এই ঠিকানায় গিয়ে তাদের চার্জির কর্ডটি নিরাপদ কিনা সেই সম্পর্কে জানতে পারবেন।
-বিবিসি অবলম্বনে তুসিন আহমেদ
আরও পড়ুন: