![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ এবং এক সপ্তাহের লকডাউন প্রসঙ্গে বিস্তরিত তুলে ধরেন।
‘একটু কষ্ট হবে, তারপরেও আমি বলবো জীবনটা অনেক বড়, জীবনটা আগে। মানুষের জীবন বাঁচানো এটাই সকলের করণীয়। তাই, এই ভাইরাসের সংক্রমণটা যাতে না বাড়ে এবং এই দ্বিতীয় সংক্রমণে যেটা হচ্ছে সেটা সমগ্র বিশ্বব্যাপী আরও মারাত্মক আকার ধারণ করেছে। তাই, দেশের মানুষকেও সচেতন থাকতে হবে’ বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বিয়েশাদীসহ সব অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। যেখানে লোক বেশি ভিড় হয় সেগুলো বন্ধ রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শপিং মলগুলো অনলাইনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে পণ্য সরবরাহ করতে পারবে। কিন্তু সরাসরি উপস্থিত হয়ে ভিড় বাড়াতে পারবে না। মূলত বন্ধই থাকবে শপিংমল কিন্তু অনলাইনে পণ্য কেনাবেচা করতে পারে বা লোক মারফত পৌঁছে দিতে পারে সে ব্যবস্থাটা তারা করতে পারবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, বিয়ে-শাদী এ সকল অনুষ্ঠান সব বন্ধ রাখতে হবে। যেখানেই লোক বেশি, ভিড় হয় সেসব কার্যক্রম বন্ধ রাখতে হবে।’
এডি/২০২১/এপ্রিল০৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি