মোবাইল ব্যাংকিংয়ে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে চার্জ নেই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনায় প্রকোপে নানা বিধিনিষেধ জারি করায় মোবাইল ব্যাংকিংকে কিছু সুবিধা বাড়াতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

লেনদেনের সীমা বাড়ানোসহ মাসে কোনো চার্জ ছাড়াই ৪০ হাজার টাকা পর্যন্ত পাঠানোসহ বিভিন্ন সুবিধা উল্লেখ করে ‘লকডাউন’ ঘোষণার আগের দিন রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়।

ফলে বিকাশ, রকেট, নগদের মতো বিভিন্ন এমএফএস সেবায় গ্রাহকরা এখন ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) প্রতি মাসে ২ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এটি আগে ৭৫ হাজার টাকা। আর পি-টু-পিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো চার্জ থাকবে না। যেখানে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা।

Techshohor Youtube

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং সেবা সবসময় চালু রাখার কথা বলা হয়েছে। এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে হবে ও জীবাণুনাশক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পরিশোধের তারিখ লকডাউনের সময়সীমার মধ্যে হলে বিল পরিশোধের তারিখ নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার পর পাঁচ কর্মদিবস পর্যন্ত বাড়ানো যাবে।

এতে কোনো অতিরিক্ত মাশুল ও সুদ আরোপ করা যাবে না।

এডি/২০২১/এপ্রিল০৫

*

*

আরও পড়ুন