টিআরএনবির নতুন সভাপতি রাশেদ, সাধারণ সম্পাদক সমীর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি এপ্রিল ২০২১ হতে মার্চ ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

কমিটিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Techshohor Youtube

সদস্যদের সর্বসম্মতিতে এ দু’জনসহ কমিটির অন্যান্য সদস্যরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন কমিটি গঠন করা হয়।

সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী আফিফুজ্জামান সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ফারুক হোসাইন নির্বাচিত হয়েছেন ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম মাসুদুজ্জামান রবিন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শাহিদ বাপ্পী ও টেকশহর ডটকমের সিনিয়র রিপোর্টার আল-আমীন দেওয়ান।

এডি/এপ্রিল০২

*

*

আরও পড়ুন