মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস

internet-user-techshohor
ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হয়েছিলো মোবাইল ফোন অপারেটরগুলোর।

কিন্তু মাত্র ১ মাস পরেই ফেব্রুয়ারিতে অপারেটরগুলোর এই গ্রাহক প্রাপ্তি এসে নেমেছে মাত্র ২ হাজারে।

২০২১ সালের জানুয়ারির আগে ২০২০ সালের ডিসেম্বরেও গ্রাহক বৃদ্ধিও ছিলো উল্লেখযোগ্য। ওই মাসেও বেড়েছিলো সাড়ে ৪ লাখ গ্রাহক।

Techshohor Youtube

টানা দুই মাস প্রায় ১৩ লাখ গ্রাহক বেড়ে শেষে তৃতীয় মাসেই তা নেমে এসেছে ২ হাজারে।

বিটিআরসির সবশেষ হিসাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসে মোট মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। জানুয়ারিতে এটি ছিলো ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার ।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ছিলো ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার।

তবে এর আগের কয়েক মাসে হ্রাস-বৃদ্ধির মধ্যে ছিলো এই ব্যবহারকারী।

নভেম্বরে এই সংখ্যা ছিলো ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার।  অক্টোবরে ছিলো ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিলো ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।

এডি/২০২১/মার্চ১৫/০৫৩৯

আরও পড়ুন

মোবাইল ইন্টারনেটের পালে হাওয়া

১৭ কোটি ছাড়ালো মোবাইল সংযোগ

ধাক্কা মোবাইল ইন্টারনেটে, ব্রডব্যান্ড বহাল তবিয়তে

*

*

আরও পড়ুন