জেফ বেজোসের সাবেক স্ত্রী বিয়ে করলেন স্কুল শিক্ষককে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট শেষ পর্যন্ত বিয়ে করলেন এক বেসরকারি স্কুল শিক্ষককে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোসের সঙ্গে তার ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে দুই বছর আগে।

ম্যাকেঞ্জি স্কট নিজেও খুব ধনাঢ্য। তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ নারী ধনী। এই রহস্যময় বিয়ের খবর প্রথম জানাজানি হয় গিভিং প্লেজ সাইটে তার এক বার্তা প্রকাশের পর।

ম্যাকেঞ্জির স্বামীর নাম ড্যান জেউইট। তিনি ওয়াশিংটনের সিয়াটল শহরের একটি বেসরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক।

Techshohor Youtube

নিজেদের বিয়ে ও ম্যাকেঞ্জির ব্যাপারে কথা বলতে গিয়ে ড্যান বলেন, “আমার দেখা মহৎ ও মহানুভব একজনকে আমি বিয়ে করেছি।”

এদিকে, তাদের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জেফ বেজোস। এ খবরে তিনি খুব উৎফুল্ল হয়েছেন উল্লেখ করে বলেছেন, “ড্যান একজন চমৎকার মানুষ।”

সূত্র : ইন্টারনেট/টিআর/মার্চ ৯/২০২১/২০১০

*

*

আরও পড়ুন