![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইনস্টাগ্রামের ছবি ব্যবহার করা হয়েছে ফেইসবুক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির কাজে। এলগরিদমের মাধ্যমে মানুষের মুখয়ব সনাক্তের পরীক্ষা চালাতে ইনস্টাগ্রাম থেকে ১০০ কোটি ছবি ব্যবহার করা হয়েছে।
এ ধরনের কাজে সাধারণত এলগরিদমকে বিভিন্ন ডাটাসেটের পরিচিত করা হয়। এসব ডাটাসেটে বিভিন্ন শ্রেণি বা লেবেল থাকে, যেমন– মানুষ, বিড়াল, কুকুর, ফুল ইত্যাদি। কিন্তু ফেইসবুকের এই কাজে ইনস্টাগ্রামের ছবিগুলো উপস্থাপনে এলগরিদমে কোনো লেবেল করা হয়নি।
এরপরও ছবিগুলো থেকে ৮৪.৫ শতাংশ নির্ভুলভাবে অবজেক্ট সনাক্ত করা যাবে বলে দাবি ফেইসবুকের । তারা এই সিস্টেমের নাম রেখেছে সার (seer) বা পরিদর্শক।
এআই বিশেষজ্ঞ কলাম চেজের মতে, যদি ফেইসবুকের এই সিস্টেম দীর্ঘ মেয়াদে কার্যকরী হয়, তাহলে এই উদ্ভাবন সাধারণ বোধ সম্পন্ন
কম্পিউটার প্রযুক্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখতে পারে।
অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের অধ্যাপক সান্দ্রা ওয়াচটার জানান, এই গবেষণা খুবই আশাব্যঞ্জক। এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে– এলগরিদম নিজে থেকে কোনো ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত দেয়!
সূত্র : ইন্টারনেট/টিআর/মার্চ ৯/২০২১/১৪৫৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি