লোগোতে হিটলারের প্রতিচ্ছবি, বদলে ফেললো অ্যামাজন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যামাজনের শপিং অ্যাপের লোগো বা আইকনে হিটলারের প্রতিচ্ছবি ভেসে উঠেছে, এমনটা চাউর হওয়ার পর এটি বদলে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অ্যামাজনের নিজস্ব পরিচিতিমূলক বা সিগনেচার চিহ্ন স্মাইলের (হাসি মুখ) ওপর একটি নীল রঙের পার্সেল টেপ সদৃশ করে গত জানুয়ারিতে বিতর্কিত এই লোগো করা হয়েছিল। একটু খেয়াল করে দেখলেই এর মধ্যে হিটলারের প্রতিচ্ছবি ভেসে উঠবে। কারণ হাসি মুখের ওপরে দেয়া টেপটি হিটলারের গোঁফের মতো দেখতে।

ব্র্যান্ডিং প্রতিষ্ঠান কলি পোর্টার বেলের প্রধান নির্বাহী ভিকি বুলেন বিতর্কিত এই লোগোর সঙ্গে মনস্তাত্ত্বিক প্রভাবের সম্পর্ক টেনে বলেন, এই লোগো দেখলেন হিটলারের কথা মনে আসে, যা প্রতিনিয়তই ব্রেনে পীড়া দিচ্ছে। এমন একটি ব্র্যান্ড থেকে এটি কাম্য নয়, যারা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চায়।

Techshohor Youtube

ক্রেতারাও বিতর্কি এই লোগোটি নিয়ে তীর্যক মন্তব্য করেছেন। অবশেষে অ্যামাজনকে লোগোটি বদলে ফেলতে হলো। তবে নতুন লোগোতে কেবল গোঁফ সদৃশ টেপের অংশটি মুছে অন্য আরেকটি চিহ্ন জুড়ে দেয়া হয়েছে।

নতুন লোগো সম্পর্কে অ্যামাজনের বর্ণনা হলো– এটি প্রত্যাশা, উৎসাহ ও আনন্দের প্রতীক।

সূত্র : ইন্টারনেট/টিআর/মার্চ ৪/২০২১/১৩৪৫

*

*

আরও পড়ুন