হাংরিনাকি আলীবাবার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ আলোচানা শেষে দেশের অনলাইনে খাবার অর্ডার ও ডেলিভারির প্লাটফর্ম হাংরিনাকিকে কেনার প্রক্রিয়া শেষ করেছে আলিবাবা ।

২০২০ সালের ডিসেম্বরে টেকশহরের এক প্রতিবেদনে হাংরিনাকিকে কিনতে আলিবাবার প্রতিষ্ঠান দারাজের আলোচনা-বৈঠক চালানোর কথা জানানো হয়েছিলো।

তখন হাংরিনাকি বলছিলো আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ের। আর দারাজ বলেছিলো চূড়ান্ত কিছু হলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন।

Techshohor Youtube

অবশেষে এই কেনাবেচা চূড়ান্ত হলো। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক আনুষ্ঠানিক আয়োজনে উভয়পক্ষ এই ঘোষণা দেবে।

হাংরিনাকির দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৩ সালের অক্টোবরে। চার তরুণ ইব্রাহিম বিন মহিউদ্দিন, তৌসিফ আহমেদ, সাজিদ রহমান ও আহমাদ এডি এর উদ্যোক্তা। চলতি বছরের শুরুতে মারা যান তৌসিফ আহমেদ, প্রতিষ্ঠান ছেড়ে যান সাজিদ রহমান । এখন সিইও আহমাদ এডি এবং ডেপুটি সিইও ইব্রাহিম বিন মহিউদ্দিন।

২০১৮ সালের মাঝামাঝিতে বাংলাদেশে দারাজকে কিনে নেন আলিবাবা। ওই সময় শুধু দারাজ নয় দেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশের ২০ শতাংশ শেয়ারও কিনে নেয় চীনের এ জায়ান্ট কােম্পানি।

দেশে ফুড ডেলিভারির তুমুল প্রতিযোগিতার মধ্যে চলতি বছরের জুনে ব্যবসা গুটিয়ে নেয় উবার ইটস। আর কার্যক্রম চলিয়ে যাচ্ছে ফুডপান্ডা, হাংরিনাকি, পাঠাও ফুড, সহজ ফুড।

এরমধ্যে উবার ইটস বন্ধ হওয়ার মাসেই বাজারে আসে ই-ফুড। ব্যাপক ছাড়, সুপরিচিত রেস্টুরেন্ট যুক্ত করা ও দ্রুত ডেলিভারির কারণে অল্প সময়েই জনপ্রিয়তা পায় ই-ফুড। কোনো কোনো প্রতিষ্ঠানকে ব্যাপক প্রতিযোগিতার মুখে ফেলে দেয় ই-ফুড।

খাত বিশেষজ্ঞরা মনে করছেন, দারাজকে দিয়ে আলিবাবা হাংরিনাকিকে নিয়ে ফুড ডেলিভারি ব্যবসায় আসলে মাত্র সম্প্রসারণ হতে থাকা এ খাত আরও প্রতিযোগিতার মধ্যে পড়বে।

এডি/মার্চ০২

*

*

আরও পড়ুন