![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সৌর ব্যতিচার বা সান আউটেজের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটার পূর্বাভাস জানিয়েছে বিএসসিএল।
৬ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত এই বিঘ্ন ঘটতে পারে বলে বলা হয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে, সৌর ব্যতিচার প্রাকৃতিক একটি স্বাভাবিক ঘটনা। এতে থার্মাল নয়েজের কারণে ট্রান্সপন্ডারে বিম অ্যাফেকটেড হতে পারে। এ সময় নয়েজ লেভেল বেড়ে যেতে পারে। আর এটি বেশি বেড়ে গেলে টিভি পর্দা অস্পষ্ট বা অনাকাংখিত শব্দ হয় বা বন্ধ হয়ে যেতে পারে।
কোম্পানিটি এই ৯ দিন কোন কোন সময়ে বিঘ্ন ঘটবে তা উল্লেখ করেছে।
৬ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৭ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৪ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৬ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৪ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট এবং ১৪ মার্চ সকাল ১০টা থেকে ৯ মিনিট এই বিঘ্নতার সম্ভাব্য সময়।
প্রাকৃতিক এ স্বাভাবিক ঘটনার জন্য বিএসসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এডি/২০২১/মার্চ০২
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি