![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বর্ধিত সেন্সরের ক্যামেরা যুক্ত আনকোরা স্মার্টফোন আনছে স্যামসাং। এই একটি ফিচারেই সেটটি নিঃসন্দেহে এগিয়ে থাকবে আইফোনসহ প্রতিদ্বন্দ্বী অন্য সব ব্র্যান্ড থেকে।
আইসোসেল জিএন২ নামের এই সেন্সর দিয়ে কম আলোয় উন্নত ফোকাসে তুলনামূলক বড় ও দুর্দান্ত ছবি তোলা যায়।
এক্সট্রা লার্জ ১/১.১২ ইঞ্চি ফরমেট ও ১.৪ মাইক্রন পিক্সেলের ‘আইসোসেল জিএন২’ এ যাবত কালের সবচেয়ে বড় সেন্সর।
এর মাধ্যমে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা পাওয়া যাবে, কিন্তু বর্ধিত সেন্সর ব্যবহার করে সর্বোচ্চ ছবির মান ১০০ মেগাপিক্সেল পর্যন্ত হবে। এর সঙ্গে অটো ফোকাস সুবিধাও পাওয়া যাবে। এতে ডুয়েল পিক্সেল প্রো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
বর্তমানে ক্যামেরা সেন্সরের দিক থেকে সেরা সেগুলোর মধ্যে আছে হুয়াওয়ে পি৪০ প্রো প্লাস (১/১.২৮ ইঞ্চি) ও ভিভো এক্স৫০ প্রো প্লাস। আর এই দুই সেটের চেয়েও আইফোন ১২ প্রো ম্যাক্সের সেন্সর উন্নত।
সূত্র : ইন্টারনেট/টিআর/মার্চ ১/২০২১/ ২০৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি