![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সুইডিশ-ব্রিটিশ বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ৭.৭ শতাংশ স্টেক বা অংশীদারিত্ব কিনে নিয়েছে মডার্না। এর জন্য মার্কিন এই ওষুধ প্রস্তুতকারককে গুণতে হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার।
অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার কেউই এ ব্যাপারে কী ধরনের চুক্তি হয়েছে, স্পষ্ট কিছু জানায়নি। উভয় প্রতিষ্ঠানই সম্প্রতি করোনা ভ্যাকসিন প্রস্তুত করার কারণে বিশ্বজুড়েই আলোচিত।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে বিক্রি করতে পারবে মডার্না। এছাড়া অন্যান্য রোগের ওষুধ বা চিকিৎসার ক্ষেত্রেও উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্ব অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দেয়া হয়েছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি বলেছে, তারা চলতি বছর করোনা টিকা বিক্রি বাবদ ১৮০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয়ের আশা করছে।
সূত্র : ইন্টারনেট/টিআর/মার্চ ১/২০২১/১৪৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি