অ্যামাজনের জায়গা বেচা হলো ফেইসবুক বিজ্ঞাপনে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক মার্কেটপ্লেসে বিজ্ঞাপন দিয়ে বেচে দেয়া হলো অ্যামাজন রেইন ফরেস্টের বিশাল জায়গা।

বেশ কিছু প্লটে ভাগ করে এসব জায়গা বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়। সব মিলিয়ে প্লটগুলো ১০০০ ফুটবল মাঠের সমান হবে।

অ্যামাজন জঙ্গলের ব্রাজিল অংশের এই জায়গাটি অবৈধভাবে বিক্রি করা হয়েছে বলে বিবিসির তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে।

Techshohor Youtube

জাতীয় বন ও ভূমির জায়গাসহ জঙ্গলের নির্ধারিত এলাকা স্থানীয় অধিবাসীদের জন্য সংরক্ষিত। এসব জায়গা আইনের চোখ ফাঁকি দিয়ে ঘটা করে কিভাবে বিক্রি হলো, এটা নিয়েই অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

বিক্রেতারা বিজ্ঞাপনে দাবি করেন, তাদের কাছে সেই প্লটের মালিকানা কাগজপত্র আছে, যা ব্রাজিলের আইনসম্মত। গাছপালা অবৈধভাবে কেটে পরিষ্কার করে প্লটগুলো কাজে লাগানোর উপযোগী বলে প্রচার করা হয়।

আদিবাসী এক নেতা ফেইসবুককে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান করেছেন।

উদ্ভূত পরিস্থিতিতে আইনি সুরাহায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ফেইসবুক। তবে এই বেচাকেনার বিরুদ্ধে নিজ থেকে কোনো পদক্ষেপ নেয়া হবে না বলেও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২৮/২০২১/২১৩৫

আরও পড়ুন

ফেইসবুকের কেনাবেচার ‘মার্কেটপ্লেস’ চালু

ফেইসবুক মার্কেটপ্লেসে দ্বিতীয় দিনেই ‘সাংঘর্ষিক’ পণ্য

দেশি মার্কেটপ্লেস কেন দরকার, বিল্যান্সারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ

*

*

আরও পড়ুন