![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সুপার ফলো নামে নতুন একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে টুইটার। এই ফিচারের মাধ্যমে বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে, একই সঙ্গে এর জন্য খরচাও দিতে হবে।
এই ফিচার চালু করে বাড়তি টুইট করার পাশাপাশি কমিউনিটি গ্রুপে জয়েন ও নিউজ লেটার পাওয়া যাবে।
বিনিয়োগকারীদের নিয়ে হওয়া এক ভার্চুয়াল সভায় নতুন এই ফিচারটির সম্পর্কে বিভিন্ন পরিকল্পনার কথা জানায় টুইটার কর্তৃপক্ষ।
এছাড়া লাইভ অডিও ডিসকাশন সার্ভিস নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছে টুইটার। একই আইডিয়া নিয়ে অ্যাপ এনে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছে অডিও ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক ক্লাবহাউস।
নতুন ফিচার বা আইডিয়া চালু সার্বিক কিছু বিষয়ে ইঙ্গিত করে টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি বলেন, “কেন আমরা শুরু করবো না, আর কেনই বা লোকজন আমাদের বিশ্বাস করবে না। যদি তা-ই হয়, আমি তিনটি বিষয়কে পর্যালোচনা করবো– আমরা ধীর গতির, আমরা উদ্ভাবনী চিন্তার নই কিংবা আমারা বিশ্বস্ত নই!”
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২৮/২০২১/১৫০৭
আরও পড়ুন
ট্রাম্পের জন্য টুইটার ‘চিরতরে’ বন্ধ
১৩০ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাকে গ্রেফতার ৩
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি