পাইলটের সামনে রহস্যময় বস্তু, এরপর যা হলো

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আমেরিকান এয়ারলাইনসের ২২৯২ ফ্লাইট যখন হেবরন (ইসরাইল) থেকে ফিনিক্সের (আমেরিকা) পথে।

হঠাৎ সামনে পড়লো অদ্ভূত রহস্যময় এক বস্তু। যেটাকে বিজ্ঞানের ভাষায় আননোন বা আন-আইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও) নামে ডাকা হয়।

পাইলট এটা দেখে এক মুহূর্তও দেরি করেননি, নিয়ন্ত্রণ কক্ষে জানালেন। ১৫ সেকেন্ডের অডিও বার্তায় পাইলট জানান, বিমানের সামনে মেঘের ওপরে কী যেনো একটা, আকারে বড়সড় সিলিন্ডারের মতো অনেকটা। ক্রুস মিসাইলের মতো খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে আসছে। এর পরেই বস্তুটি বিমানের ওপরে ডান দিক দিয়ে চলে যায়।

Techshohor Youtube

ঘটনাটি ২১ ফেব্রুয়ারির। স্টিভ ডগলাস নামের একজন ব্যক্তি অনলাইনে এই অডিও বার্তাটি ছড়িয়ে দেয়ার পরপরই ঘটনাটি জনসমক্ষে জানাজানি হয়। আমেরিকান এয়ারলাইনসও এই অডিওর সত্যতা নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে গণমাধ্যমের কোনো কিছু জানার থাকলে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয় এই বিমান সংস্থা।

এ বিষয়টি নিয়ে রহস্য ঘোলা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বস্তুটি মিসাইল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওই দিন রবিবার ছিল, বন্ধের দিন পরীক্ষামূলকভাবে মিসাইল ছোড়া হয় না।

প্রায় সমই ইউএফও বা ফ্লাইং অবজেক্ট চোখে বা ক্যামেরায় ধরা পড়ছে। বেশিরভাগই আকাশে বা শুন্যস্থানে। বছর কয়েক আগে সাগরেও বিশাল এক রহস্যময় বস্তু ক্যামেরায় ধরা পড়েছিল।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২৬/২০২১/২২১০

*

*