১০০ প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে অ্যাপল, কারণ কী?

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৬ বছরে ১০০ প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে অ্যাপল। মঙ্গলবার শেয়ার হোল্ডারদের বার্ষিক সম্মেলনের বক্তৃতায় টিম কুক এ তথ্য জানান।

কিনে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচা করা হয়েছে বিটস ইলেকট্রনিক্স কিনতে গিয়ে। র‍্যাপার ও প্রযোজক ড. ড্রির কাছ থেকে ৩ বিলিয়নে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে নেয় অ্যাপল।

এছাড়া আয়ত্তকরণ করা আরেক বড় প্রতিষ্ঠান হলো শাজাম। ২০১৮ সালে ৪০০ বিলিয়ন ডলার দিয়ে এটি নিজের করে নেয় অ্যাপল।

Techshohor Youtube

কেনা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ছোট পরিসরের। এসব প্রতিষ্ঠানের বেশ কিছু কার্যক্রম অ্যাপল নিজেদের কার্যক্রমে একীভূত করে ফেলে।

এতো এতো প্রতিষ্ঠান কিনে নেয়ার পেছনের রহস্য খোলাসা করতেও কার্পণ্য করেননি তিনি।

এসব প্রতিষ্ঠানের উদ্ভাবন, আইডিয়া ও প্রযুক্তি অ্যাপল নিজেদের পণ্য বা ফিচারের মানোন্নয়নে ব্যবহার করেছে।

যেমন–২০১৩ সালে ইসরায়েলি থ্রিডি সেন্সিং সংস্থা প্রাইমসেন্স কিনে নেয় অ্যাপল। এরপর তাদের সেন্সর প্রযুক্তি দিয়ে আইফোনে ফেইসআইডি ফিচারের সূচনা করা হয়‌।

সর্বশেষ প্রান্তিকে ১১১.৪ বিলিয়ন ডলার আয় করেছে। কোনো প্রান্তিকে এটিই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ আয়।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২৫/২০২১/১৯০৮

*

*

আরও পড়ুন