![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উবার চালকরা এখন থেকে প্রতিষ্ঠানটির ‘কর্মী’ হিসেবে বিবেচিত হবে বলে বিধান জারি করেছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এর ফলে দেশটিতে উবার চালকরা প্রাতিষ্ঠানিক কর্মীদের মতো ন্যূনতম মজুরি ও সাপ্তাহিক ছুটির ভাতা পাবেন।
অ্যাপ-ভিত্তিক বহুজাতিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবারের চালকরা এতো দিন দেশটিতে মুক্ত বা স্বনির্ভর পেশার মানুষ হিসেবে বিবেচিত ছিল। এর ফলে এসব চালকদের মাধ্যমে কোনো অঘটন ঘটলে তাদের মুক্ত পেশাজীবী আখ্যা দিয়ে উবার তা থেকে দায় মুক্ত থাকার চেষ্টা করতো। যা নিয়ে আইনিভাবে জটিলতা তৈরি হতো।
এছাড়া মুক্ত কর্মী হওয়ায় চালকরা মনমতো গন্তব্যের যাত্রী না পেলে রাইডিং অনুরোধ প্রত্যাখ্যান করে। এমন প্রবণতা রোধের বিষয়টি নিয়েও নির্দেশনা দিয়েছে ব্রিটিশ কোর্ট।
এর বিরুদ্ধে কোর্টে আপিল করেছে উবার। এই বিধান বহাল থাকলে তাদের এই ব্যবসার ধরন ও কাঠামো নিয়েও নতুন করে ভাবতে হবে।
এছাড়া এ বিধানের দেখাদেখি অন্যান্য দেশেও এমন কিছু জারি হতে পারে, যা উবারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২২/২০২১/০৮০৫
আরও পড়ুন
ভুক্তভোগীদের তথ্য না দেয়ায় উবারকে জরিমানা
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি