![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্থানীয় খবরগুলো তৃতীয় পক্ষের প্লাটফর্মে প্রকাশের ক্ষেত্রে পেমেন্ট ধার্যের আইন পাশ নিয়ে অস্ট্রেলিয়া সরকারের তোরজোর মাস কয়েক ধরেই। এ আইনটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বড় দুই টেক জায়েন্ট ফেইসবুক ও গুগল।
গুগল একদিকে দেশটিতে সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি দিলেও কয়েকটি স্থানীয় মিডিয়ার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে। তবে সবচেয়ে বড় খেলাটা শুরু করেছে ফেইসবুক।
মঙ্গলবার থেকেই তারা অস্ট্রেলীয়দের ফেইসবুকে খবর দেখা ও শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে।
শুধু এটি করেই ক্ষান্ত হয়নি ফেইসবুক, দেশটির স্বাস্থ্য সেবার অফিসিয়াল পেইজটি বন্ধ করে দিয়েছে, যেখানে প্রতি মুহূর্তে করোনা সংক্রান্ত তথ্য ও আপডেট দেয়া হতো।
এ ঘটনা দৃশ্যত দুই পক্ষকে একরকম যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়া ও ফেইসবুকের দ্বন্দ্ব জটিল হতে হতে আলোচনা যতো বাড়বে, অন্যান্য দেশও অস্ট্রেলিয়ার মতো এমন আইন চালু নিয়ে বিবেচনা করবে। এর ফলে ফেইসবুকের জন্য ভালোর চেয়ে খারাপটাই হতে পারে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেসমেন ডেভিড সিসিলিন এ ঘটনার প্রতিবাদে বলেন, ফেইসবুক অনলাইনে তার একচেটিয়া ক্ষমতা দিয়ে কোনো দেশকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।
ব্রিটিশ এমপি জুলিয়ান নাইটের মতে, এসব ঘটনার মাধ্যমে ফেইসবুক ‘বোকা’র মতো আচরণ করছে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২০/২০২১/২০২৭
আরও পড়ুন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি