![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয়তায় অ্যাপলের ল্যাপটপ ম্যাকবুককে ছাড়ালো গুগলের ক্রোমবুক। ল্যাপটপ ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এই প্রথম ক্রোমবুক ম্যাকবুককে পেছনে ফেললো।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি) এক গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছে। অবাক করার ব্যপার হলো- তারা অ্যাপলের অপারেটিং সিস্টেম ম্যাক ওএসের চেয়ে গুগলের অপারেটিং সিস্টেম ক্রোম ওসের ব্যবহারকীর সংখ্যা বেশি দাবি করেছেন। কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে কে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, এ বিষয়টি তারা ট্র্যাক করেছেন।
এর কারণ হিসেবে আইডিসি মনে করছে, দাম কম হওয়ার কারণে শিক্ষার্থীদের কাছে ক্রোমবুক বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাছাড়া চলমান করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের ল্যাপটপ কেনার প্রবণতা বেড়েছে। সব মিলিয়ে বর্তমান অবস্থা ক্রোমবুকের অনেকটাই অনুকূলে।
বর্তমানে কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলোর (ওএস) মধ্যে বরাবরের মতোই মাইক্রোসফট উইন্ডোজ এক নম্বরে। ৮০.৫ শতাংশ কম্পিউটারে এটি ব্যবহার হচ্ছে। এর পরেই আছে ক্রোম ওএস (১০.৮ শতাংশ) আর তিন নম্বরে ম্যাক ওএস (৭.৫ শতাংশ)। বিগত এক বছরে ম্যাক ওএসের ব্যবহারকারী ৬.৭ থেকে বেড়ে ৭.৫ শতাংশে উঠেছে। লিন্যাক্স ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম (১.২ শতাংশ)।
বাজারে প্রথম ক্রোমবুক আসে ২০১১ সালে। সাধারণ ওএসের সঙ্গে এর ওসের পার্থক্য হলো- এটি ওয়েব বা অনলাইন নির্ভর।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৯/২০২১/২২০৩
আরও পড়ুন