![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের অধিকার সংক্রান্ত আইন মারাত্মকভাবে লঙ্ঘন ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের বিরুদ্ধে। ইউরোপিয়ান কনজিউমার ওর্গানাইজেশনের (বিইইউসি) দাবি, চীনা অ্যাপটি নির্লজ্জভাবে ইউরোপীয় ব্যবহারকারীদের অধিকার সংক্রান্ত নীতি কয়েক দফা লঙ্ঘন করেছে।
টিকটিক শিশু বা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের গোপন অশালীন বিজ্ঞাপন ও আপত্তিকর কনটেন্ট দেখানো বন্ধ করছে না বলেও অভিযোগ তুলেছে বিইইউসি।
বিইইউসির মহাপরিচালক মনিক গোয়েনস জানান, ছেলে-মেয়েরা টিকটক খুব পছন্দ করে কিন্তু তাদের সুরক্ষা দিতে টিকটক ব্যর্থ হয়েছে।
এর জন্য মাশুলও দিতে হচ্ছে অ্যাপটিকে। আইন লঙ্ঘন করায় ইউরোপীয় ব্যবহারকারীদের সংখ্যা কমে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে, এই বিষয়টি নিয়ে বিইইউসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছে টিকটক। এছাড়া, ১৩ থেকে ১৬ বছর বয়সী ব্যবহারকারীদের সুরক্ষার জন্য সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে টিকটকের মুখপাত্র।
গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে টিকটিকের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক অভিযোগ আসছেই।
ইউরোপীয় ইউনিয়নের (ইউ) কাছে পাঠানো এক অভিযোগপত্রে টিকটকের ‘সেবা সংক্রান্ত শর্ত’কে অগ্রহনযোগ্য হিসেবে আখ্যা দেয়া হয়।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৭/২০২১/২০৩০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি