![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পরবর্তীতে নতুন ধরনের যদি কোনো করোনা ভাইরাস আসে, তা আগেই যাতে সনাক্ত করা যায়– এ নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এর জন্য তারা বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার করছেন।
এই কাজে গবেষকরা মৌলিক জীব বিজ্ঞান ও মেশিন লার্নিংয়ের সমন্বয় করে কম্পিউটার এলগরিদম তৈরি করেছেন। বর্তমানের ও আগের করোনা ভাইরাস থেকে পাওয়া নমুনা ও উপাত্তের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সম্ভাব্য উপাত্তগুলোকে সামনে রেখে তারা এই সিস্টেমকে সাজিয়েছেন।
তবে এই সিস্টেমটি সবচেয়ে কার্যকরী হবে সেই জায়গায়, যেখান থেকে ভবিষ্যতের করোনার প্রাদুর্ভাব ঘটবে। তাই ভবিষ্যতের করোনার সম্ভাব্য স্থান নিয়ে গবেষণা করাও সার্বিক প্রক্রিয়ার একটি অংশ।
ব্রিটিশ গবেষক ড. মার্কিউস ব্লাগরোভ বলেন, ‘আমরা জানতে চাই– পরবর্তী করোনা কোথা থেকে আসতে পারে!’
এর ফলে, এআইয়ের মাধ্যমে নতুন করোনার আগাম তথ্য জেনে সে অনুযায়ী সতর্কতা জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সহজ হবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৭/২০২১/১৪২০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি