![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার এখন থেকে কেবল ইলেকট্রিক গাড়ি তৈরি করবে । ২০২৫ সালের মধ্যে ল্যান্ড রোভার ও অন্যান্য মডেলের গাড়িগুলোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তর করা হবে।
অর্থাৎ, ইতোমধ্যে তৈরি হওয়া প্রচলিত জ্বালানির গাড়ি বর্তমানে বাজারে পাওয়া গেলেও ভবিষ্যতে ইলেকট্রিক গাড়ি ছাড়া তাদের আর কোনো গাড়ি বাজারে থাকবে না।
ব্রিটিশ এই গাড়ি নির্মাতার পক্ষ থেকে বলা হয়, নতুন কর্মকৌশল বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে তিনটি কারখানা খোলা হয়েছে।
জাগুয়ারের পুরনো মডেলগুলোর মধ্যে অন্যতম ‘এক্সজে সেলুন’। এই সিরিজের গাড়ির প্রথম সংস্করণ বাজারে আসে ১৯৬৮ সালে। আর শেষ সংস্করণ আসে ২০১৯ সালে। তবে এই গাড়ির ইলেকট্রিক সংস্করণ আসবে না বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
জাগুয়ারের প্রধান নির্বাহী থিয়েরি বল্লোরে বিস্তারিত কিছু না বললেও এমনটিই ইঙ্গিত করেছেন।
গাড়ি সংশ্লিষ্ট নতুন নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা ও উদ্ভাবনের পেছনে ২.৫ বিলিয়ন ডলার খরচ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া গাড়ি থেকে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাতে ইউরোপসহ কয়েকটি দেশের বিধিনিষেধের মুখে গাড়ির প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবছে অনেকে।
তাছাড়া বহুল বিক্রি হওয়া গাড়ির ব্র্যান্ড টয়োটাও ইলেকট্রিক গাড়ি তৈরি বাড়াচ্ছে। সব শেষে জাগুয়ারও এ পথে ঝুঁকেছে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৬/২০২১/২০২৪
আরও পড়ুন
ইলেক্ট্রিক গাড়ি নিয়ে যতো প্রশ্ন