টিকটক ও উইচ্যাট বন্ধে বাইডেনের স্থগিতাদেশ

চীনা অ্যাপ টিকটক ও উইচ্যাট। ছবি : বিবিসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শর্ট ভিডিও তৈরির অ্যাপ টিকটক ও ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট বন্ধের আইনি প্রক্রিয়া স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপ দুটির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনে সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন। নিষেধাজ্ঞা ঠেকাতে অ্যাপগুলো আইনি সহায়তার আশ্রয় নিয়েছিলো। আসলেই তথ্য চুরির কোনো ঘটনা ঘটেছে কিনা তা যাচাইয়ের জন্য নিষেধাজ্ঞার উপরে স্থগিতাদেশ বসিয়েছে বাইডেন প্রশাসন।

ফলে যাচাই প্রক্রিয়া চলাকালীন দুটি অ্যাপই এখন যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

Techshohor Youtube

সারা বিশ্বে ম্যাসেজিং অ্যাপ উইচ্যাটের ব্যবহারকারী সংখ্যা ১ বিলিয়ন। তবে যুক্তরাষ্ট্র থেকে তাদের মোট আয়ের মাত্র ২ শতাংশ আসে। ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়ন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন মানুষ অ্যাপটি ব্যবহার করেন। 

বাইটড্যান্স মালিকানাধীন টিকটকের যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ব্যবসা ওরাকল ও ওয়ালমার্টের কাছে বিক্রির আলোচনা চলছিলো। জো বাইডেনের নতুন সিদ্ধান্তের ফলে কোম্পানি তিনটির চুক্তি এখন বাতিল হওয়ার পথে।

*

*

আরও পড়ুন