![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো কাগজের বোতলের পরীক্ষা চালালো বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। প্লাস্টিকের পরিবর্তে কাগজের বোতলের প্রচলন শুরুর অংশ হিসেবে তারা এই পরীক্ষা চালায়।
কোকা-কোলা কাগজের বোতলের প্রটোটাইপ বা আদিরূপটি পেয়েছে একটি ড্যানিশ কোম্পানির মজবুত কাগজের শেল থেকে।
প্রটোটাইপের কাগজের শেলের লাইনে প্লাস্টিকের ব্যবহার হলেও কোকাকোলার এই বোতলে প্লাস্টিকের কোনো উপস্থিতি থাকবে না। তাছাড়া এই বোতল হবে পুনর্ব্যবহারযোগ্য।
এছাড়া প্লাস্টিকমুক্ত বোতল কার্বোনেটেড পানীয় থেকে গ্যাস নিঃসরণ রোধ করে। তবে কাগজের বোতল থেকে সুক্ষ কোনো টুকরা বা অংশ পানীয়তে মিশে যাওয়া অসম্ভব কিছু না। যদি এ সমস্যার সমাধান না করা যায়, তাহলে পানীয়র স্বাদ ও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকবে।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক বর্জ্যের উৎস হচ্ছে কোকা-কোলা। ২০৩০ সালের মধ্যে তারা এই বর্জ্যের পরিমাণ শূন্যে নামিয়ে আনতে চাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর কাগজের বোতলের সফল প্রচলন শুরু করতে পারলে তাদের এই লক্ষ্য পূরণ হবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৪/২০২১/১৩৪৬
আরও পড়ুন
ক্রেতাদেরও পরিবেশ বাঁচাতে বলছে অ্যামাজন
কাঠের তৈরি স্যাটেলাইট বানাচ্ছে জাপান
প্রযুক্তি সচেতনতা: একটি ইমেইল কম পাঠিয়েও জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখা যায়
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি