![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটকের যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ব্যবসা ওরাকল ও ওয়ালমার্টের কাছে বিক্রির আলোচনা গত বছর আনেকটাই এগিয়েছিল। কিন্তু শেষ দিকে এসে সেটি ভেস্তে যেতে বসেছে।
গত সেপ্টেম্বরে মার্কিন প্রতিষ্ঠান দুটি টিকটকের সঙ্গে চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাদের দাবি ছিল– চীনা ভিডিও অ্যাপটির (টিকটিক) যুক্তরাষ্ট্র বিভাগের কারিগরি অংশ যুক্তরাষ্ট্রে স্থানান্তর করতে হবে।
কিন্তু ওদিকে তৎকালীন ট্রাম্প প্রশাসন এক ঘোষণায়– টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে গুটিয়ে নেয়ার সময়সীমা নভেম্বর (২০২০) পর্যন্ত বেঁধে দেয়। এই সময়সীমাও ইতোমধ্যে পেরিয়ে গেছে।
বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর টিকটক কিছুটা আশাবাদী হলেও চুক্তি বাস্তবায়নের ব্যাপারে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, চীন সম্পর্কিত বিগত ট্রাম্প প্রশাসনের নীতি ও সিদ্ধান্ত নিয়ে বাইডেন প্রশাসন পর্যালোচনা ও পুনর্বিবেচনা করবে। তবে এর জন্য কয়েক মাস সময় লেগে যাবে।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১৩/২০২১/২০৩৩
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি