যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হুয়াওয়ে প্রধান আশাবাদী

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দূরত্ব কাটিয়ে সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন হুয়াওয়ের প্রধান রেন জেংফেই। তিনি এও বলেন, স্বল্প সময়ের মধ্যেই হয়তো (সম্পর্কের ব্যাপারে) বড় কোনো পরিবর্তন হবে না।

দেশটিতে জো বাইডেনের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রেক্ষিতে রেন এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়নেরও আহ্বান করেন তিনি। এর ফলে উভয় পক্ষই লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ব বাজারের স্মার্টফোন ও নেটওয়ার্ক সরঞ্জামের অন্যতম যোগানদাতা ও প্রস্তুতকারক হুয়াওয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সময়কালে ‘চীন সরকারের হয়ে গোয়েন্দাগিরির’ অভিযোগ করা হয়েছিল।

Techshohor Youtube

মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে হুয়াওয়েকে অবহিত করেছে। এই অভিযোগে হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়ে চীনা প্রতিষ্ঠানটির। হুয়াওয়ে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১১/২০২১/২০২৭

আরও পড়ুন

এবার চীনা চিপ জায়ান্ট নিষিদ্ধের হুমকি ট্রাম্প প্রশাসনের

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ ২০২০ : বলি চীনের প্রযুক্তি খাত

এবার ৩ চীনা প্রতিষ্ঠানের লাগাম টানলো যুক্তরাষ্ট্র

রফতানিতে লাগাম টেনেছে চীন

*

*

আরও পড়ুন