![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইউনাইডেট এয়ারলাইন্স আগামী ৫ বছরে ২০০ ফ্লায়িং ট্যাক্সি কিনতে যাচ্ছে।
এতে তাদের খরচ হবে ১.১ বিলিয়ন ডলার। তবে কেনার আগে সরাকারের অনুমতি নিতে হবে তাদের। ফ্লাইং ট্যাক্সি কিনতে স্থানীয় মেসা এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হবে ইউনাইটেড এয়ারলাইন্স।
ইলেক্ট্রনিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট হিসেবে পরিচিত ফ্লাইং ট্যাক্সিগুলো তৈরি করছে আর্চার স্টার্টআপ। বিশাল বিনিয়োগ লাভ করায় শীঘ্রই তারা যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটে প্রবেশ করবে।
ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটি জানিয়েছে, ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত তাদের এয়ারক্রাফটটি ২৪০ কিলোমিটার বেগে উড়তে পারবে। এটি শহরের হাইওয়ে থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাত্রী আনা নেওয়ার কাজ করবে। মার্কিন ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেলে আর্চারের ফ্লাইং ট্যাক্সির কার্যক্রম শুরু হতে পারে ২০২৪ সাল থেকে।
আর্চার স্টার্টআপটি প্রতিষ্ঠিত হয় ৩ বছর আগে। চলতি বছরের শেষ দিকে তারা পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) এয়ারক্রাফট উন্মোচন করবে। এর জন্য বিশেষ ব্যাটারিও বানাবে তারা।
বিবিসি অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ১১/২০২১/১৮.৪০
আরও পড়ুন
উড়ন্ত ট্যাক্সি তৈরি করবে রোলস রয়েস
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি