অ্যান্ড্রয়েড ১২'র দেখা মিললো, আসছে এ বছরই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের (১২) দেখা মিললো। বহুল প্রতীক্ষিত এই সংস্করণের ডিজাইন ও লুকের ছবি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে।

গুগলের তৈরি অ্যান্ড্রয়েডের এই সংস্করণটি চলতি বছরই অবমুক্ত হতে যাচ্ছে । সব ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে এর বেটা সংস্করণ আসবে।

যারা নতুন সংস্করণ নিয়ে বিস্তর জানার কৌতুহল নিয়ে বসে আছেন, এসব ছবি অন্তত তাদের খোরাক মেটাবে। এছাড়া সম্ভাব্য কী কী ফিচার থাকছে, সে সম্পর্কেও খবর এসেছে।

Techshohor Youtube

কিছু কিছু ফিচার ও লুকে আইওএসের প্রতিফলন পড়েছে। থিমের ডিজাইনে দারুণ পরিবর্তন আনা হয়েছে । ডিসপ্লের ওপড়ে ডান দিকে একটি আইকন রাখা হয়েছে। চলমান অ্যাপগুলো এখান থেকে বন্ধ করা যাবে।

এছাড়া আরো কিছু ফিচার বা সুবিধা অ্যান্ড্রয়েড ১২-তে থাকবে বলে ধারণা করা হচ্ছে। যেমন– হ্যান্ডসেটের পেছনে দুটি টোকা (ট্যাপ) দিয়েও গেশ্চার সুবিধা পাওয়া যাবে, কাছাকাছি কোনো ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করা যাবে, অ্যাপ হাইবারনেশন ফিচার ইত্যাদি।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ১০/২০০১

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্কে তৈরি হারমোনি ওএস ২.০ বেটা

ব্যবহারকারীদের প্রয়োজন মিটছে না অ্যান্ড্রয়েড আপডেটে

জুমের ব্যাকগ্রাউন্ড বদলের ফিচার অ্যান্ড্রয়েডে

*

*

আরও পড়ুন