Techno Header Top and Before feature image

চীনের প্রথম কোয়ান্টাম কম্পিউটার ওএসের উদ্বোধন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনে প্রথমবারের মতো তৈরি হলো কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম (ওএস)। এই ওএসের নাম রাখা হয়েছে ‘অরিজিন পাইলট’।

অরিজিন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজি নামের স্থানীয় একটি প্রযুক্তি প্রতিষ্ঠান সোমবার ওএসটির উদ্বোধন করেছে।

এই ওএস রিসোর্স ম্যানেজমেন্টে কর্মক্ষম হওয়ার পাশাপাশি একইসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে‌। এছাড়া কোয়ান্টাম চিপের সক্ষমতার সঙ্গেও ভারসাম্য বজায় রাখতে পারবে।

চাইনিজ একাডেমি অব সায়েন্সের কর্মকর্তা গু গুয়াংসেনের মতে, এটি (ওএস) কোয়ান্টাম কম্পিউটারের গতি (অন্যান্য ওএসের তুলনায়) কয়েক গুণ বাড়াতে পারে।

বর্তমানে বিশ্বে কেবল কয়েক ডজনখানেক কোয়ান্টাম কম্পিউটার আছে। বিশেষজ্ঞদের মতে, এগুলোর ঠিকঠাক ব্যবহার না হলে কম্পিউটিং ক্ষমতা নষ্ট হতে পারে।

কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে সাধারণ বা প্রচলিত কম্পিউটার সিস্টেম থেকেও শক্তিশালী। সাধারণ কম্পিউটারে করা যায় না এমন অনেক জটিল কাজ কোয়ান্টাম ঘরানার কম্পিউটারে করা সম্ভব।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২০২১/১৩১৭

আরও পড়ুন

সিক্সজি প্রযুক্তির উন্নয়নে এগিয়ে চীন

চীনে পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য!

প্রযুক্তি শিল্পে ভবিষ্যত কাণ্ডারী চীন!

১০,০০০ স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা চীনের

*

*

আরও পড়ুন