![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লাভাবার্ড নামের এটি প্রতিষ্ঠানের একটি বারকোড স্ক্যানার অ্যাপ বছর কয়েক ধরে বেশ জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে কিউআর কোড রিড ও বারকোড জেনারেট করা যায়।
সম্প্রতি অ্যাপটির হালনাগাদ বা আপডেট আসে। এই আপডেট দেয়ার পরপরই ব্যবহারকারীদের স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে।
এই ম্যালওয়্যারের কারণে এ পর্যন্ত ১ কোটির মতো স্মার্টফোন আক্রান্ত হয়েছে। যদিও অ্যাপটি বিশ্বাসযোগ্য অ্যাপ হিসেবে পরিচিত ছিল, আর ব্যবহারকারীরা এতো দিন নির্বিঘ্নে এটি ব্যবহার করে আসছিল।
গত বছরের ডিসেম্বরে অ্যাপটি আপডেট করার পরপরই ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখতে পেলো। তখন থেকেই স্মার্টফোনগুলোতে ম্যালওয়্যার ছড়তে শুরু করে। বিশেষজ্ঞরা এই অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনগুলোকে ম্যালভারটাইজিং হিসেবে সন্দেহ করছে।
ম্যালভারটাইজিং মানে–বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়ার ছড়ানোর চেষ্টা করা। কেউ বিজ্ঞাপনে ক্লিক করলেই ম্যালওয়্যার সেই ডিভাইসটিতে সচল হবে।
ধারণা করা হচ্ছে, অ্যাপ নির্মাতারা বাড়তি আয়ের আশায় তাদের অ্যাপের ফ্রি ভার্সনে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষকে বিজ্ঞাপন দেয়ার সুযোগ করে দেয়। আর এই সুযোগে বিজ্ঞাপনদাতারা নিজেদের স্বার্থে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ৯/২০২১/২০৪৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি