ইউটিউবারের মিছেমিছি ডাকাতি, সত্যিসত্যি গুলি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আজকাল ইউটিউবে‌ বিভিন্ন ধরনের প্রাঙ্ক বা মিছেমিছি অভিনয় দেখা যায়।‌ যার মাধ্যমে কাউকে আতকে দিয়ে দর্শকদের বিনোদন দেয়া হয়। এসবের পাল্লায় পড়ে অনেকেই তাৎক্ষণিকভাবে বিব্রত হন। কারণ প্রাঙ্ক ভিডিওতে যারা এর পরিকল্পনাকারী তারা ছাড়া অন্যরা প্রথম দিকে এটি যে অভিনয়–তা বুঝতে পারেন না।

আর এটি অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা ও দুর্ঘটনার জন্যও দায়ী। এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলেতে। ২০ বছর বয়সী এক তরুণ ইউটিউবের জন্য প্রাঙ্ক ভিডিও করার উদ্দেশ্যে ডাকাতির অভিনয় করেন।

টিমোথি উইলকস তার এক বন্ধুকে নিয়ে বড় ছুরি হাতে এক দল লোকের পথরোধ করেন। ওদিকে এ দৃশ্য গুলো গোপনে ভিডিও করারও ব্যবস্থা করেন। ভিডিওটিকে বাস্তব হিসেবে তুলে ধরার সব চেষ্টাই তিনি করেন। আর এটিই তার জন্য কাল হয়। আক্রান্ত লোকদের মধ্যে একজন তাকে ডাকাত ভেবে আত্মরক্ষার্থে গুলি করে দেন।

Techshohor Youtube

এরপর ঘটনাস্থলে পুলিশ এসে আসল ঘটনা উদঘাটন করেন। আহত অবস্থায় শেষ পর্যন্ত ইউটিউবার টিমোথির মৃত্যু হয়।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ৯/২০২১/১৪১৯

আরও পড়ুন

চাপে পিষ্ট ইউটিউবারদের গল্প

জলপ্রপাতে পড়ে তিন ইউটিউবারের মৃত্যু

শিশু ইউটিউব তারকারাও চাপে থাকে

*

*

আরও পড়ুন