সুপার অ্যাপ নিয়ে টক্কর, এগিয়ে উইচ্যাট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সুপার অ্যাপ তৈরি নিয়ে বড় বড় অ্যাপ নির্মাতারা নিজেদের মধ্যে টক্কর দিচ্ছে। বর্তমান অ্যাপ বাজারে বড় খেলোয়াড়দের অন্যতম চীনভিত্তিক টেনসেন্টের উইচ্যাট। বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করেন।

সুপার অ্যাপ বলতে সেসব অ্যাপকে বোঝায়, দৈনন্দিন কাজে-কর্মে বা প্রয়োজনে যেগুলোর ওপর আমরা অনেকটাই নির্ভর। যেমন–ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ, সোশ্যাল অ্যাপ, খাবারের অর্ডারের অ্যাপ, ট্যাক্সি বা রাইডিং অ্যাপ, লেনাদেনার অ্যাপ ইত্যাদি।

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় সবাইই এ ধরনের অ্যাপ ব্যবহার করেন, যার ফলে নির্মাতা প্রতিষ্ঠানগুলোও এমন অ্যাপ তৈরিকে প্রাধান্য দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টক্কর দিচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো চাইছে–নিজেদের অ্যাপগুলোতে সেবার পরিধি বাড়িয়ে সুপার অ্যাপ ক্যাটাগরিতে উন্নীত করতে।

Techshohor Youtube

উইচ্যাট দৈনন্দিন প্রয়োজনের অনেক সেবাকেই নিজেদের ফিচারে সংযুক্ত করেছে। এসব বর্ধিত সেবায় থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোও যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারীরা মেসেজিং ছাড়াও বহু সুবিধা এই একজায়গাতেই পেয়ে যাচ্ছেন। যদিও সেবাগুলোর বেশিরভাগই চীন কেন্দ্রিক।

চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা অ্যাঞ্জেলিন লুই জানান, উইচ্যাট তার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। নানা প্রয়োজনে দিনে অন্তত তিন ঘন্টা তিনি উইচ্যাটে ব্যয় করেন।

সুপার অ্যাপ ঘরানার আরেকটি চীনা অ্যাপ হচ্ছে আলিবাবার আলিপে (অ্যান্ট)। দৈনন্দিন কেনাকাটা, পেমেন্টসহ নানা কাজে চীনাদের বহুল ব্যবহৃত একটি অ্যাপ এটি।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ৬/২০২১/১৫১৭

আরও পড়ুন

*

*

আরও পড়ুন