![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফাইভজি গাইডলাইনে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ ও নাগরিক মতামত দেয়ার সময় বেড়েছে।
২৮ ফেব্রয়ারি পর্যন্ত সময়ে এই মতামত দেয়া যাবে। এর আগে ২০২০ সালের ৭ জানুয়ারি বিটিআরসির ওয়েবসাইটে এই গাইডলাইন উম্মুক্ত করা হয়। তখন ৩১ জানুয়ারির মধ্যে মতামত দেয়ার সময় দেয়া হয়েছিলো।
বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং অন্যান্যদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে।
মোহাম্মদ ফারহান আলম, উপ-পরিচালক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, আইইবি ভবন, রমনা ঠিকানায় অথবা [email protected] মেইলে মতামত পাঠানো যাবে। এতে বিষয় লিখতে হবে, খসড়া ৫-জি গাইডলাইন-২০২১ এর উপর মতামত।
বিটিআরসির ওয়েবসাইটে গাইডলাইনের খসড়া মতামতের জন্য পাওয়া যাবে।
এডি/২০২১/ফেব্রুয়ারি০৩
আরও পড়ুন
করোনায় ফাইভজির লক্ষ্য পেছালেও আশাবাদী মন্ত্রী
ফাইভজি নিয়ে শক্তিধর রাষ্ট্রগুলোর লড়াই, নিরাপদ পথ খুঁজছে বাংলাদেশ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি