![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্কুলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে চীন। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শিশুরা তাদের অভিভাবকদের লিখিত সম্মতিপত্র ছাড়া স্কুলে মোবাইল আনতে পারবে না।
কর্তৃপক্ষ বলছে, উঠতি বয়সীদের চোখের সুরক্ষা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি ও ইন্টারনেট আসক্তি কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়া মোবাইল আনা বন্ধ হলে স্কুল চলাকালীন শিশুদের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ রক্ষায় যে ব্যাঘাত ঘটবে, সেটির সুরাহার উপায় নিয়েও কর্তৃপক্ষ কাজ করছে।
চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, দেশটিতে ১৮ বছরেরও কম শিশু-কিশোরদের মধ্যে ৭৪ শতাংশেরই নিজস্ব স্মার্টফোন আছে। তারা স্মার্টফোনকে কী কাজে ব্যবহার করছে আর এতে তাদের কতটা স্বাস্থ্য ঝুঁকি–এ নিয়েই কর্তৃপক্ষের সবচেয়ে বড় দুশ্চিন্তা।
এর আগে, ২০১৮ সালে গেইম আসক্তি কমাতে শিশু-কিশোরদের গেইম খেলার দৈনিক ও সাপ্তাহিক সময়সীমা বেঁধে দিয়েছিল চীন।
সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ৩/২০২১/১১১৭
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি