Techno Header Top and Before feature image

গেইমসের পেছনে আর লোক খাটাবে না গুগল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্টাডিয়া গেইমসের পেছনে আর লোক খাটাতে চাচ্ছে না গুগল। নিজেদের ডেভেলপমেন্ট টিমের পরিবর্তে থার্ড পার্টি বা অন্য কোনো অংশীদারের মাধ্যমে গেইমস প্রকল্প এগিয়ে নাতে চায় এই টেক জায়েন্ট।

২০১৯ সালে ক্লাউড গেইমিং স্ট্রিমিং প্লাটফর্ম স্টাডিয়ার সূচনা করার সময় এই সেবা গেইমিং আবহে বিপ্লব ঘটাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছিলেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

বাস্তবেও তা-ই হয়েছিল। ক্লাউড গেইম হওয়ায় গেইমাররা ব্রাউজার দিয়ে স্মার্টফোন বা কম্পিউটারে সাচ্ছন্দে গেইম খেলত পারছে। কিন্তু হঠাৎ কী হলো যে–নিজস্ব টিমকে বাদ দিয়ে অন্যদের দিয়ে প্রকল্প চলমান রাখতে হবে?

এ ব্যাপারে গুগল স্টাডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার পিল হ্যারিসন এক ব্লগ পোস্টে জানান, সোমবার থেকে স্টাডিয়া গেইমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট (এসজি অ্যান্ড ই) ডেভেলপমেন্ট টিমের কার্যক্রম বন্ধ থাকবে। এ কাজে আর বিনিয়োগ না করে ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করা হবে।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২/২০২১/২১৫০

*

*

আরও পড়ুন