করোনায় মৃতদের স্মরণে ভার্চুয়াল স্মৃতিসৌধ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতে করোনায় মৃতদের স্মরণে ভার্চুয়াল স্মৃতিসৌধ ‘ন্যাশনাল কোভিড মেমোরিয়াল’ (nationalcovidmemorial.in) উদ্বোধন করা হয়েছে। করোনায় দেশটিতে এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রামনের ভয় ও সরকারি বিধিনিষেধের কারণে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মৃতদের শেষকৃত্যে অংশ নিতে পারেননি। করোনায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুযোগ করে দিতেই এই বন্দোবস্ত।

চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে একসময় নিজেই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্ত্রী ব্রততী ভট্টাচার্যের হাতেই এই ন্যাশনাল কোভিড মেমোরিয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনলাইন ভিত্তিক এই স্মৃতিসৌধ তৈরির পেছনে ভূমিকা রেখেছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিয়ে গড়ে ওঠা কোভিড কেয়ার নেটওয়ার্ক। nationalcovidmemorial.in সাইটটিতে গিয়ে করোনায় প্রয়াত ব্যক্তিদের ছবি, তাদের জীবনী ও স্মৃতিকথা নিয়ে পোস্ট করা যাবে।

Techshohor Youtube

এর ফলে তাদের জীবন ও সম্পর্কে সবাই জানতে পারবে। এছাড়া কেউ চাইলে ইমেইলে মৃতদের নিয়ে ছবি ও লেখাও পাঠাতে পারবেন।

স্মৃতিসৌধটিতে বাস্তবতার আমেজ দিতে সাইটটিতে ভার্চুয়াল ফুল, মালা ও প্রদীপেরও ব্যবস্থা করা হয়েছে।

সূত্র : ইন্টারনেট/টিআর/ফেব্রুয়ারি ২/২০২১/২০১৮

*

*

আরও পড়ুন