![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইওএস ১৪.৫ এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। এই আপডেটে থাকবে অ্যাপলওয়াচ দিয়ে আইফোনের লক খোলার ফিচার।
ফেইস মাস্ক পরলে অনেক সময়ই আইফোনের ফেইস আইডি খোলে না। এমন পরিস্থিতিতে অ্যাপলওয়াচে ট্যাপ করেই লক খোলা যাবে। তবে অ্যাপলওয়াচের লক খুলে তারপর আইফোন আনলক করতে হবে।
এছাড়াও, আপডেটটির মাধ্যমে এক্সবক্স এক্স, এক্সবক্স এস সিরিজ ও প্লেস্টেশন ৫ কন্ট্রোলারের জন্য সাপোর্ট পাওয়া যাবে। আইওএস ১৪.৫ এ আরও যুক্ত হচ্ছে অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার। যার মাধ্যমে ডেভেলপারদেরকে তথ্য সরবরাহের ক্ষেত্রে ব্যবহারকারীর মতামতকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
ব্যবহারকারীদের কাছে আপডেটটটি পৌঁছাবে কয়েক মাস পর। এর আগে মাস্ক পরে ফেইস আইডি খোলার সুবিধার্থে আইওএস ১৩.৫ সংস্করণে ফেইস আইডির পাশাপাশি পাস কোড এন্টারের সুবিধা যুক্ত করে অ্যাপল।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ ফেব্রুয়ারি ০২/২০২১/১১.৪০
আরও পড়ুন
মায়ের ফোনের ফেইস আইডিকে ধোকা দিল ছেলে
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি