ওয়েবে নতুন গতি পেলো এক্সেল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবে এখন আরো সহজে ও দ্রুত গতিতে কাজ করা যাবে মাইক্রোসফট এক্সেল ফাইল। ওয়েব সংস্করণ উপযোগী এক্সেলকে গতিশীল করতে এর হালনাগাদ করেছে মাইক্রোসফট। আর ব্রাউজারে এক্সেল ব্যবহারে দারুণ অভিজ্ঞতা দিতে এ নিয়ে গুগলও কাজ করেছে।

মাইক্রোসফট নতুন এই এক্সেলের কার্যক্ষমতা পরীক্ষা করে দেখিয়েছে। ওয়েবে ওয়ার্কবুক লোডিং, স্ক্রোলিং, সিলেকশন, নেভিগেশন ও সেল মোডিফিকেশন এখন আরো দ্রুত ও সহজ পন্থায় করা যাবে। একই সঙ্গে অনেকগুলো এক্সেল ফাইল ব্রাউজারে আগের তুলনায় স্বাচ্ছন্দ্যে খোলা ও ব্যবস্থাপনা করা যাবে‌।

ইমেইল অ্যাটাচমেন্টে বা অনলাইন ক্লাউড স্টোরেজে (গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ ইত্যাদি) এক্সেল ফাইল থাকলে আমরা সেখান থেকেই খুলি এবং সম্পাদনা ও সংরক্ষণ করি। এ কারণে ডেস্কটপ সংস্করণের চেয়ে এক্সেলের ওয়েব সংস্করণের গুরুত্ব কোনো অংশে কম না।

Techshohor Youtube

স্প্রেড শিট প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাপল নাম্বার ও গুগল শিট পরিচিত হয়ে উঠলেও মাইক্রোসফটের এক্সেল এখনো জনপ্রিয়তায় এক নম্বরে।

সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ২৭/২০২১/২০৩০

*

*

আরও পড়ুন