![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা টিকা নিতে বুধবার হতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
এজন্য নাগরিকদের করোনা টিকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনায় তৈরি ‘সুরক্ষা’ সফটওয়্যার সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের পর সুরক্ষা সফটওয়ারের ওয়েবপোর্টাল ও মোবাইল অ্যাপ উন্মুক্ত হবে। বিকেল সাড়ে তিনটায় এই করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সরকারের কোনো অর্থ ব্যয় ছাড়া তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারদের একটি দল নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই কোভিড-১৯ ভ্যাক্সিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ তৈরি করেছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এই সিস্টেমটির উন্নয়ন এবং পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এটুআই এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করে যাচ্ছে ।
নাগরিক নিবন্ধন ও ভ্যাক্সিন প্রদানসহ ভ্যাক্সিনেশন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ‘সুরক্ষা’ সফটওয়ারটি স্বাস্থ্য অধিদপ্তর ব্যবহার করতে পারবে।
‘সুরক্ষা’ সফটওয়্যারে যেসব সুবিধা :
সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইনে নিবন্ধন ও ভ্যাক্সিন কার্ড ডাউনলোডের ব্যবস্থা রয়েছে এতে।
ভ্যাক্সিন গ্রহণ ও ভ্যাক্সিন প্রদানের তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই ও মনিটরিং করা যাবে।
ভ্যাক্সিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা সিস্টেম হতে অনলাইনের মাধ্যমে টিকা গ্রহণের সার্টিফিকেট পাওয়া যাবে।
জাতীয় পরিচয়পত্রের গেটওয়ে ‘পরিচয়’ এর মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তির পরিচয় যাচাই-বাছাই করা হবে।
নিরাপদ নিবন্ধন নিশ্চিতকল্পে নিবন্ধনকৃত ব্যক্তির মোবাইল নম্বরে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রেরনের ব্যবস্থা রয়েছে।
এসএমসের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিকে ভ্যাক্সিন প্রদানের তারিখ ও তথ্য প্রদান করা যাবে।
নাগরিকের ভ্যাক্সিন ডোজ গ্রহণ সম্পর্কিত তথ্য QR code scan এর মাধ্যমে নেয়া এবং সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
ভ্যাক্সিন প্রদান সম্পর্কিত বিভিন্ন তালিকা, পরিসংখ্যান ও প্রতিবেদন প্রস্তুতের ব্যবস্থা আছে।
এডি/২০২১/জানুয়ারি২৫
আরও পড়ুন
করোনা টিকা পেতে অনলাইনে নিবন্ধন করবেন যেভাবে
করোনা ভ্যাকসিনের বিকৃত তথ্য অনলাইনে ফাঁস