এক রকেটে ১৪৩ স্যাটেলাইট পাঠালো স্পেসএক্স

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মহাকাশে একসঙ্গে ১৪৩টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে স্পেসএক্স। তাদের তৈরি ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডা থেকে যাত্রা করে সোমবার।

রকেটটিতে ছিলো স্পেসএক্সের তৈরি ১০টি স্টারলিংক স্যাটেলাইট। বাকি ১৩০টির বেশি স্যাটেলাইট ছিলো অন্য কোম্পানির। মহাকাশ থেকে পৃথিবীর ছবি তোলার জন্য প্ল্যানেট এবং বরফ পর্যবেক্ষণ ও বন্যার খবর আগাম জানাতে ছোট রাডার সম্বলিত স্যাটেলাইট পাঠিয়েছে আইসি।

এর আগে একত্রে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর রেকর্ডটি ছিলো ভারতের দখলে।

Techshohor Youtube

রাইডশেয়ার প্রকল্পের আওতায় স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১ মিশনটি পরিচালনা করা হয়। ২০১৯ সালে ফ্যালকন ৯ এ ‘স্মলস্যাটস’ বা ছোট আকারের স্যাটেলাইট বহনের লক্ষ্যে প্রকল্পটি চালু হয়েছিলো।  বহন করা স্যাটেলাইটগুলো আকারে স্মার্টফোন থেকে শুরু করে ফ্রিজের সমান।

মহাকাশে ছোট স্যাটেলাইট পাঠানোর জন্য প্রযুক্তি কোম্পানিগুলোকে অপেক্ষা করে থাকতে হয়। বড় কোনো স্যাটেলাইট পাঠানো হলে তাতেই পরগাছার মতো যুক্ত হয় ছোট স্যাটেলাইট।

স্পেসএক্স ছাড়াও রকেট ল্যাব ও ভার্জির অরবিট নামের দুটি কোম্পানি ছোট স্যাটেলাইট পাঠানোর কাজ করছে। ইতোমধ্যে স্যাটেলাইটগুলোর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমও শুরু করা হয়েছে।

আরও পড়ুন

শত বার মহাকাশ মিশন পরিচালনা স্পেসএক্সের

মিসাইল ট্র্যাকিং স্যাটেলাইট বানাবে স্পেসএক্স

প্রথমবার নভোচারীসহ উড়লো স্পেসএক্সের রকেট

ইলন মাস্কের স্টারশিপ উড়বে ২০২৪ সালে

সিএনএন অবলম্বনে এজেড/ জানুয়ারি ২৬/২০২১/২১.৫৫

*

*

আরও পড়ুন