গুগল ক্রোমে পাসওয়ার্ড নিরাপত্তা ফিচার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় ব্রাউজার ক্রোমের হালনাগাদ সংস্করণের পর এতে পাসওয়ার্ড নিরাপত্তা ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্রোম ব্যবহারকারীরা নতুন এই সুবিধাটি পাবেন।

ক্রোমের হালনাগাদ সংস্করণে (৮৮) পাসওয়ার্ড নিরাপত্তা ফিচারে সহজে পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও নিরাপত্তা মূল্যায়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু সুবিধা পাওয়া যাবে।

আমরা ব্যক্তিগত কম্পিউটার, স্মার্টফোন বা এ ধরনের ডিভাইস দিয়ে কোনো সাইটে লগইন করার সময় আইডি-পাসওয়ার্ড ব্রাউজারে রিমেমবার বা সেভ দিয়ে রাখি। যাতে ওই ডিভাইস থেকে পরবর্তী সময়ে এসব সাইটে লগইনের সময় বার বার আইডি-পাসওয়ার্ড দিতে না হয়।

Techshohor Youtube

ক্রোমের নতুন ফিচারের ফলে এসব লগইন তথ্য খুব সহজে ব্যবস্থাপনা করা যাবে। আপনার কোন পাসওয়ার্ডটি দুর্বল, করণীয় কী–এই ফিচারটির মাধ্যমে জানতে পারবেন।

ক্রোমের সেটিংস অপশনে গেলে এই সুবিধাটি পাওয়া যাবে। প্রথম দিকে ক্রোমের ডেস্কটপ ও আইওএস ও পরে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারটি পাবেন।

এদিকে মাইক্রোসফটের এজ ব্রাউজারের সাম্প্রতিক সংস্করণেও (৮৮) প্রাইভেসি ও পাসওয়ার্ড সংক্রান্ত নতুন ফিচার যুক্ত করা হয়েছে।

সূত্র : ইন্টারনেট/টিআর/জানুয়ারি ২৫/২০২১/১৫৩৫

আরও পড়ুন

ভারী বিজ্ঞাপন ব্লক করবে গুগল ক্রোম

যে কারণে স্লো হচ্ছে গুগল ক্রোম

ক্রোমে ফিঙ্গারপ্রিন্ট লগইন আনছে গুগল

*

*

আরও পড়ুন